দৈনিক তালাশ ডটকমঃবুধবার(১২নভেম্বর) সন্ধ্যায় কোর্ট সংলগ্ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন প্রধান কার্যলয় ফতুল্লা ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠন গুলো একত্রি হয়ে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবিাদে এ বিক্ষোভ মিছিল বের করে।
এসময় ফতুল্লা থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন সভাপতি হাসান মাহামুদ পলাশ এ মিছেলে নেতৃত্ব দেন।
এসময় মিছিলে অংশগ্রহণ করেন, ফতুল্লা ইউনিয়নে ১ ওয়ার্ডর সভাপতি ফরিদ শিকদার, ৩ নং ওয়ার্ডের সভাপতি মুসলিম আহমেদ ,সাধারণ সম্পাদক হুমায়ন খান মঞ্জু, ৫নং ওয়ার্ডের সেক্রেটারি আমির প্রধান, সাংগঠনি মোতাহর হোসেন ,৯নং ওয়ার্ডের রুহুল আমিনসহ প্রমুখ।