‎ ‎৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আবুল কাউসার আশা নেতৃত্বে র‍্যালি

দৈনিক তালাশ ডটকমঃ শুক্রবার ( ৭ নভেম্বর ) বিকেলে র‍্যালিটি কালীরবাজার থেকে শুরু হয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম।

‎নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আশা নেতৃত্বে সকলে সমন্বিত হয়ে অংশগ্রহণ করেছেন। কেনো ৭ নভেম্বর হয়েছিলো, সেই প্রেক্ষাপট থেকে আজকে আমরা মুক্তি চাই কিনা। সেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তি করা জন্য তিনি পেয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক। তিনি একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যার কারণে তাকে ১৯৮১ সালের ৩০ মে তাকে শাহাদাৎ বরণ করতে হয়েছিলো। সামনে যে নির্বাচন আসতাছে আমরা পরবর্তীতে অবস্থান নিয়ে এগিয়ে যাবো।

‎এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আওলাদ হোসেন, মোঃ আমিনুর ইসলাম মিঠু, মোহাম্মদ জাহাঙ্গীর বেপারি, মোঃ হান্নান সরকার, মোঃ সুলতান আহমেদ, পাপ্পু আহমেদ, মোঃ সুজন মাহমুদ, সৈকত আহমেদ, বাবুল, সজীব ডালিম সিকদার, মোঃ মনির হোসেন, মনসুর উদ্দিন পলিন, মেজবাহ উদ্দিন স্বপন, মোঃ সহিদ হোসেন, মোঃ মামুন রহমান, মোঃ রাজিব হোসেন, মো: তপু,নুরুল ইসলাম, রাজু আহমেদ, আকাশ আহমেদ বাছির, মোঃ হৃদয়, উজ্জ্বল দত্ত, মোঃ আমির হোসেন, মোঃ সরিফ, নাহিদ, হাবীব, মোঃ সাব্বির এবং মহিলা দলের নেত্রী পান্না আহমেদ প্রমুখ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *