দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ফ্যাসিষ্ট আওয়ামী সন্ত্রাসীদের হাতে চার বছরের শিশু নয়নকে হত্যা এবং বাড়ি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী বিধবা নারী আনোয়ারা বেগম ও তার পরিবার।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কায়েমপুর এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী ও অসহায় নারী আনোয়ারা বেগম।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন তার মেয়ে নারগিস আক্তার। তিনি অভিযোগ পত্রে উল্লেখ করেন, ১৯৭২ সালের ১ নভেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কায়েমপুর এলাকার মধুসুধন দত্ত ও তার পরিবারের সদস্যরা তার স্বামীর কাছে দলিল মূলে জমি বিক্রি করে ভারতে চলে যান। এরপর থেকে তারা উক্ত জমিতে ঘরবাড়ি নির্মাণ করে বৈধভাবে বসবাস করে আসছেন। যার মৌজার সি.এস-৯৬, এস.এ-৮৫, আর.এস-১৪৪ নম্বর খতিয়ানে ৮০০ অযুতাংশ জমির মালিক ছিলেন আনোয়ারা বেগমের স্বামী। স্বামীর মৃত্যুর পর থেকে স্থানীয় প্রভাবশালী আওয়ামী সন্ত্রাসী চক্র উক্ত জমি দখলের পাঁয়তারা শুরু করে। এদের মধ্যে মো. রফিক, ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার, মো. ওয়াসীমসহ আরও কয়েকজন একাধিকবার হামলা, হুমকি এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে তাদের হয়রানি করে আসছে।
অভিযোগপত্রে তিনি আরও বলেন, ২০০৭ সালের ২০ জানুয়ারি ওই সন্ত্রাসীরা তার বাড়িতে বোমা ও পাইপগান রেখে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে। তবে ফতুল্লা থানা পুলিশ প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরে একই বছরের ১৬ সেপ্টেম্বর তার চার বছরের শিশু পুত্র নয়নকে কায়েমপুর সিরাতুন মুনতাহা মসজিদের পাশে জলাশয়ে ডুবিয়ে হত্যা করে লাশ গুম করে রাখে ওই চক্র। তিন দিন পর পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতকদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ঐ নিরীহ পরিবারের উপর হামলা-নিপীড়ন বন্ধ হয়নি। ২০১৭ সালের ৮ অক্টোবর রাতে আওয়ামী লীগের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও পলাতক শামীম ওসমানের ঘনিষ্ঠ নেতা শাহ নিজাম ও তার সহযোগীরা নমপার্ক এলাকায় তাকে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক তাদের চারটি দলিলে স্বাক্ষর করিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে মা আনোয়ারা বেগম বলেন, “আমার একমাত্র সন্তান নয়নকে হত্যা করে আমার সর্বস্ব লুটে নিয়েছে তারা। কী অপরাধ ছিল আমার নিস্পাপ সন্তানের? আজও সেই হত্যার বিচার আমি পাইনি। ঘাতকরা জামিনে বেড়িয়ে আমাদের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। বিগত আট বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে ন্যায়বিচারের আশায় আমরা ক্লান্ত হয়ে পড়েছি।’’
চলতি বছরের ২২ অক্টোবর নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (মামলা নং–৬৩৮/২৫) নতুন করে একটি পিটিশন মামলা দায়ের করেছেন, যার ন্যায়বিচার প্রত্যাশা করছেন তিনি ও তার পরিবার। আনোয়ারা বেগম ও তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট শিশু নয়ন হত্যাসহ সকল অপরাধের সুষ্ঠু বিচার এবং নিরাপত্তার দাবিতে অনুরোধ জানান।
এরআগে, সকালে ন্যায়বিচারের দাবিতে আনোয়ারা বেগম ও তার পরিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।