দৈনিক ইনতিজার পত্রিকার সাংবাদিকদের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি : দৈনিক ইনতিজার পত্রিকার সাংবাদিকদের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪টায় টাঙ্গাইলের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছায়ানীড়-এর নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি তাঁর মূল্যবান বক্তব্যে বলেন,

“একজন সাংবাদিক কেবল সংবাদ পরিবেশকই নন, তিনি সমাজের বিবেক। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকতার মূল উদ্দেশ্য। আজকের ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মাহমুদুল হাসান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আব্দুর রহমান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ইনতিজার পরিবারের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন দৈনিক ইনতিজার পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী (সোহান), এবং অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মো. এনায়েত করিম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক ডা. কামাল আহম্মেদ, সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

শেষে সাংবাদিকদের হাতে পরিচয়পত্র তুলে দেন অতিথিবৃন্দ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।