দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী—
– টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন,
– টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু,
– টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির,
– টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন,
– টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু,
– টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী,
– এবং টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান মনোনয়ন পেয়েছেন।
তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থীর নাম এখনও প্রকাশ করা হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, এই আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিচ্ছে কেন্দ্রীয় উচ্চ নেতৃত্ব।
বিশ্বস্ত সূত্রের বরাতে জানা যায়, টাঙ্গাইল-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন—এই দুইজনের মধ্য থেকে যেকোনো একজনকে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘোষণার পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।