দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি, শাহ আলম: তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক: এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার ২৯ অক্টোবর ২০২৫ সলঙ্গার সাহেবগঞ্জ বাজার এলাকায় জনগণের মাঝে দেশ নায়ক জনাব তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যস্ত সময় পার করেন,(রায়গঞ্জ, তাড়াশ, ও, সলঙ্গা) নির্বাচনী এলাকায় বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশ বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং একমাত্র সফল নারী উদ্যোক্তা,ক্লিন ইমেজ নেত্রী , “রুহী আফজাল,”
সাবেক সদস্য: সিরাজগঞ্জ জেলা বিএনপি সম্মেলন প্রস্তুত কমিটি । তিনি বাণিজ্যিক বিষয়ক সম্পাদক, সলঙ্গা থানা বিএনপি, সিরাজগঞ্জ । উনার বাবা প্রয়াত আফজালুল হক মনি তালুকদার , ছিলেন সিরাজগঞ্জ -৩ ( রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) এলাকার তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির এম. এল. এ. এবং পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি । তিনি প্রয়াত পিতার আদর্শের পথ ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন ও ধারণ করে ছাত্রকাল থেকেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন । প্রতিদিন তিনি তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে পাড়ায় মহল্লায় ,হাটে বাজারে, প্রত্যন্ত গ্রামীণ জনপদে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন। তিনি নিজে বিএনপি দলীয় এমপি নমিনেশন পদপ্রার্থী, কিন্তু তিনি বলেন ,দল যাকেই নমিনেশন দিক না কেন, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ধানের শিষ কে বিজয় করে তুলবো ইনশাল্লাহ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করে যাব এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি ।