?> যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালীতে জাকির হোসেন সেন্টুর – সত্যের সন্ধানে দৈনিক তালাশ ডট কম

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের বর্ণাঢ্য র‍্যালীতে জাকির হোসেন সেন্টুর

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদল আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, যুবদল নেতা জাকির হোসেন সেন্টু।

সোমবার (২৭শে অক্টোবর) বিকেলে নগরীর ডিআইটি এলাকা থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিপ্লবী যুগ্ম আহবায়ক জাকির হোসেন সেন্টু’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে এ যোগদান করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিকদার জাকির হোসেন সেন্টু বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি এই যুবদল আজ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তার আদর্শে গড়ে উঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আন্দোলনের এই সময়ে ত্যাগ ও সাহস নিয়ে সবাইকে মাঠে থাকতে হবে এবং আগামীতেও এই সংগঠন দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।

জাঁকজমকপূর্ণ এ র‍্যালীতে ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা হাতে নিয়ে যুবদলের নেতাকর্মীরা অংশ নেয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর খানপুর হাসপাতাল রোডের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল খানপুর এসে জড়ো হয়।

এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা মোঃ মোতালিব, নাজমুল হাসান, জেবিএন সালাউদ্দিন, রোবেল, রিপন খান, শেখ ফরিদ, জহিরুল ইসলাম, শেখ মাইনুদ্দিন, মিজু আহম্মেদ, কবির খা, রোমান, নাজমুল খান, মো:জসিম, মাহবুবুল আলম সুমন, শান্ত সরদার, কাউসার, ইকবাল, রোহান ও বিশাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *