দৈনিক তালাশ ডটকমঃনারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও নাঃগঞ্জ মাইক্রোবাস ও ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।
সাংবাদিকদের দেওয়া বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার (২৮ অক্টোবর) একটি পক্ষ তাঁর নামে বিভ্রান্তিকর ভিডিও প্রচার করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
অ্যাডভোকেট টিপু জানান, সম্প্রতি শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে কিছু শ্রমিক দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং নির্বাচন দাবি জানায়। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে ট্যাক্সি স্ট্যান্ডে উপস্থিত হয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করেন ও আলোচনার মাধ্যমে সমাধান দেন। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় নির্বাচনের পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী আজমেরী ওসমান ও অয়ন ওসমানের কিছু প্রেতাত্মা এবং তাদের দালালরা শ্রমিকদের নাম ভাঙিয়ে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। আমার উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হওয়ায় তারা ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাজনৈতিকভাবে আমাকে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কিছু ব্যক্তি ওসমান গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত হয়েছে। তারা তুচ্ছ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে আমাকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করতে চায়।
বিবৃতির শেষাংশে তিনি বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের আহ্বান জানান যেন কেউ এই বিভ্রান্তিমূলক ও ষড়যন্ত্রমূলক প্রচারণায় বিভ্রান্ত না হন।
আমি দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করছি, কেউ যেন এই মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণাকে বিশ্বাস না করেন। সত্য একদিন প্রকাশ হবেই,” — বলেন অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু।