দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, বেলাব (নরসিংদী): “মাদক ছাড়ো, জীবন বাঁচাও” এবং “যুবকদের ভবিষ্যৎ মাদকমুক্ত হোক” — এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক সেবীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় বেলাব উপজেলার বেলাব বাজারের শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজক মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদী বলেন,
“মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। এটি একটি নীরব ঘাতক, যা আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। বেলাব উপজেলা আজ মাদকের কারণে এক ভয়াবহ অবস্থায় পড়েছে। আমলাব, নারায়নপুর, সল্লাবাদ, বাজনাব, পাটুলি, বেলাব, চর উজিলাব এবং বিন্নাবাইদ ইউনিয়নে মাদকের ছড়াছড়ি অত্যন্ত উদ্বেগজনক। এখানকার যুবকরা মাদকের ফাঁদে পড়ে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সমাজের সকল স্তরের মানুষকে মাদকবিরোধী আন্দোলনে অংশ নিতে হবে।
মানববন্ধনে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এটি কেবল একটি মানববন্ধন নয়, বরং মাদকবিরোধী এক দীর্ঘমেয়াদি আন্দোলনের সূচনা।
মানববন্ধনে বক্তারা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরেন। তারা বলেন, মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের নয়, তার পরিবার, সমাজ ও জাতির জন্যও এক বিরাট ক্ষতির কারণ। মাদক গ্রহণে মানুষের মানসিক ভারসাম্য নষ্ট হয়, অপরাধপ্রবণতা বৃদ্ধি পায়, পারিবারিক সম্পর্ক ভেঙে যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে শপথ নেন—
“আমরা কেউ মাদক গ্রহণ করব না, মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেব না, এবং সমাজ থেকে মাদক নির্মূলে সচেতনতা সৃষ্টি করব।”
আয়োজক ও অংশগ্রহণকারীদের দৃঢ় প্রত্যয়—এই উদ্যোগের মধ্য দিয়েই বেলাব উপজেলা একদিন মাদকমুক্ত সমাজে পরিণত হবে।