নারায়ণগঞ্জে’র বন্দরে বিএনপি নেতা হিরণ গংয়ের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

দৈনিক তালাশ ডটকমঃ বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মদনপুর একতা সুপার মার্কেটের ব্যবসায়ীরা। ২৫ অক্টোবর শনিবার বেলা ১২টায় মার্কেটের তৃতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে মদনপুর একতা সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম এবং পরিচালনা কমিটির সদস্য সোহেল রানা জানান, আমাদের সমিতির ১০১ জন সদস্য রয়েছে। এরমধ্যে বিপথগামী ৫/৬ জন সদস্যকে নিয়ে হিরন আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, সমবায় অফিসে অভিযোগসহ হুমকি-ধামকি দিচ্ছে।

প্রসঙ্গত, এই বিএনপি নেতা মাজহারুল ইসলাম হিরণের বিরুদ্ধে এরআগেও মামলা বানিজ্য, চাঁদা দাবীসহ নানা অভিযোগ রয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম আকারে প্রকাশ হয়েছে। তবে বার বার নানা অপরাধে জড়িযে পড়লেও তার বিরুদ্ধে দলীয় কিংবা প্রশাসনকিভাবে কঠোরভাবে ব্যবস্থা গ্রহন না করায় দিন দিন তার আস্ফালন ঘটছে। ইতমধ্যে সমবায় সমিতি অভিযোগের সত্যতা পায়নি এবং হয়রানিমূলক মামলা আদালত খারিজ করে দিয়েছে। এছাড়াও মদনপুর একতা সুপার মার্কেট বহুমুখী সমবায় সমিতির কমিটি নিয়ে যে অভিযোগ তোলেছেন তা মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জানুয়ারী মাসে সমবায় আইন অনুযায়ী জেলা ও উপজেলা দপ্তরে অবহিত করে বর্তমান ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত করা হয়। এই কমিটির প্রতি সমবায় সমিতির সকলের আস্থা রয়েছে, শুধু মাত্র ওই ৫/৬ জন ছাড়া।

বর্তমান পরিস্থিতিতে এ চক্রটি মদনপুর এলাকার সরকারি খাল দখলদার ও চাঁদাবাজ হিরণ বাহিনীর আশ্রয়-প্রশ্রয়ে মার্কেটের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার প্রচেষ্টা লিপ্ত হয়েছে। হিরণ বাহিনীর প্রধান হিরণ সমিতির সদস্য না হয়েও সমবায় অফিসে তার অবৈধ প্রভাবকে ব্যবহার করে উপজেলা, জেলা ও বিভাগীয় সমবায় অফিসের কর্মকর্তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছেন। ফলে সমবায় দপ্তরের কর্মকর্তাগণ তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। অন্যদিকে বিভ্রান্ত হচ্ছে সরকারী দপ্তরগুলোর কর্মকর্তা এবং সাংবাদিকগণ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলেন, হিরন বাহিনীর ভয়ে ব্যবসায়ীগণ বর্তমানে আতংকের মধ্যে তাদের ব্যবসা পরিচালনা করছে। সমিতির সাধারণ সদস্যদের মধ্যে এ চক্রের ৫/৬ জন ছাড়া সকল সদস্য বর্তমান কমিটির প্রতি সমর্থন আছে। মদনপুর এলাকার ব্যবসায়ীদের সঠিক পরিবেশ নিশ্চিত করার স্বার্থে সমিতির দুর্নীতিগ্রস্থ এই কুচক্রী হিরা লাল-আমিনুর গংয়ের ৫/৬ জন সদস্যকে সমিতি হতে বহিষ্কার এবং তাদের ভাড়াটে হিরণ বাহিনীর চাঁদাবাজী, হুমকি ধামকির হতে মদনপুর একতা সুপার মার্কেটকে রক্ষার জন্য সমিতির সকল সদস্য ও ব্যবসায়ী মহলের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কোষাধক্ষ্য মনির হোসেন, সদস্য নাজমুল হাসান। এদিকে সাংবাদিকদের সামনে দোকান দখলে রাখা অভিযোগ নিয়ে হিরন গংয়ের এমন নানা মিথ্যা ষড়যন্ত্র কার্যকলাপ বলে স্বাীকারোক্তি দিয়ে বক্তব্য রাখেন, সদস্য আলা উদ্দিন, নূরে আলম, মো, বিল্লাল। এ সময় মদনপুর একতা সুপার মার্কেট সমবায় সমিতির মোট ৭৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *