ব্যবসায়ীদের সাথে মাসুদুজ্জামানে মতবিনিময় সভা

দৈনিক তালাশ ডটকমঃ ‎শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে সম্মিলিত নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজকে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ – ৫ আসনের মনোনয়ন প্রত্যাশি মাসুদুজ্জামান মাসুদ।
‎নারায়ণগঞ্জ-৫ আসনের মনোয়ন প্রত্যাশি মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা, আদর স্নেহ না পেলে হয়তো এ পর্যন্ত আমি আসতে পারতাম না।নারায়ণগঞ্জের ভালো চাই বলেই মানুষের বিপদে আপদে ছিলাম। যেহুতু বিএনপি অনেক বড় দল দলের অনেকেই মনোনয়ন চাইতেই পারে, সবাই যোগ্য। কিন্তু নিজেদের আমাদের মধ্যে কোনো বিরোধ কাম্য নয়, কিছু ভুল বোঝাবুঝি আছে। 
‎তিনি আরো বলেন, সংসদ সদস্যদের কি কাজ? নিজের আসনের জন্য বরাদ্দ চাওয়া, আইন পাশ করানো। কিন্তু আমাদের সংসদ সদস্যরা স্থানীয় সরকারের কাজ করে ফেলছে। উপজেলা চেয়ারম্যান, মেয়রের কোন কাজ নাই। আমরা এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আসুন সবাই মিলে এমন একটা দেশ গড়ি যে দেশ সকলের স্বপ্ন। তারেক রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীতে বাংলাদেশ গড়া হবে। নারায়ণগঞ্জের নানাবিদ সমস্যায় আমরা জর্জরিত। ৬৩ জেলার মানুষ আসে এই নারায়ণগঞ্জে। আমিই চেম্বারের দায়িত্বে নিয়ে চাঁদা উদ্ধার করেছিলাম। এমপি হই আর না হই নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই। ব্যবসায়ীদের জন্য কাজ করবো। ব্যবসায়ীদের কাজ থেকে চাঁদা নেয়া কোনভাবে চলবে না।
‎বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক
‎আবদুস সবুর খান সেন্টুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা রাসেল, জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন সহ-সভাপতি মাহফুজুর রহমান খান মাহফুজ, বিকেএমইএর সাবেক পরিচালক জি এম হায়দার বাবুল, বিকেএমইএ সাবেক সহ-সভাপতি জাহিদুল হক দিপু, চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর সভাপতি ভাবানী শংকর রায়, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন সভাপতি এম সোলাইমান, নিটিং অনার্স এসোসিয়েশন এর পরিচালক আবু তাহের শামীম, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালক দুলাল মল্লিক সহ অসংখ্য ব্যবসায়ীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *