৩১ দফা বাস্তবায়নের দাবিতে জনসাধারণের মাঝে বাবুলের লিফলেট বিতরণ ও গণসংযোগ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এবং গনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী পালন করেছেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।

বুধবার (২২শে অক্টোবর) বিকেলে জনপ্রিয় মুখ প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুলের নেতৃত্বে এ লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমলাপাড়া এলাকা থেকে শুরু করে নগরীর কালিবাজার, ফলপট্টি, ১ নং রেলগেইট, টানবাজার, বংশাল রোড, আরকে মিত্র রোড, মন্ডলপাড়া, নিতাইগঞ্জ, শাহ সুজা রোড, পাইকপাড়া, ভূইয়াপাড়া, বউ বাজার, ১নং বাবুরাইল, জল্লারপাড় ও দেওভোগ পাক্কা রোড হয়ে আলী আহাম্মদ চুনকা পাঠাগারে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আবু জাফর আহমেদ বাবুল বলেন, এদেশ, এ মাটি আমার। এ দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমি মনে প্রানে বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধায় উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তারই ইঙ্গিত বহন করে। কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে এই কর্মসূচি শুরু করা হয়েছে। যখন স্বৈরাচার হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে এই ৩১ দফা দাবী ঘোষণা করেছিলেন। আপনারা সাধারণ মানুষের পাশে থেকে তারেক রহমানের এই ৩১ দফা বাস্তবায়নে সহায়তা করুন।

এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মাঝে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে তারা স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার রূপরেখার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন।

তাদের মতে, এই ৩১ দফা শুধু রাজনৈতিক পরিবর্তনের নয়; এটি দেশের সার্বিক কাঠামোগত সংস্কারের অঙ্গীকার, যেখানে গণতন্ত্র, বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশন, মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠা মূল লক্ষ্য হিসেবে নির্ধারিত। তাদের এ কর্মসূচি চলমান থাকবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *