সিরাজগঞ্জ ৩১দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে রুহী আফজাল

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে-
৬৪ সিরাজগঞ্জ ৩ , ( রায়গঞ্জ, তাড়াশ, ও সলঙ্গা) নির্বাচনী এলাকায় যে কয়জন বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং একমাত্র সফল নারী উদ্যোক্তা,ক্লিন ইমেজ নেত্রী , “রুহী আফজাল,” । তিনি বাণিজ্যিক বিষয়ক সম্পাদক, সলঙ্গা থানা বিএনপি, সিরাজগঞ্জ । উনার বাবা প্রয়াত আফজালুল হক মনি তালুকদার , ছিলেন সিরাজগঞ্জ -৩ ( রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) এলাকার তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির এম. এল. এ. ও পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি । তিনি প্রয়াত পিতার আদর্শের পথ ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন ও ধারণ করে ছাত্রকাল থেকেই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন । প্রতিদিন তিনি তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে পাড়ায় মহল্লায় ,হাটে বাজারে, প্রত্যন্ত গ্রামীণ জনপদের পাড়ায় মহল্লায় ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন। তিনি নিজে বিএনপি দলীয় এমপি নমিনেশন পদপ্রার্থী, কিন্তু তিনি বলেন ,দল যাকেই নমিনেশন দিক না কেন, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ধানের শিষ কে বিজয় করে তুলবো ইনশাল্লাহ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করে যাব এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি । বুধবার ২২ অক্টোবর ২০২৫ সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে, তাড়াশ উপজেলার খুটিগাছা, কাউড়াইল, সোলাপাড়া, মঙ্গলবাড়িয়া,খালকুলা বাজার ,চৌধুরী মোড়, রুস্তম মোড়, নওগাঁ মাজার , নওঁগা বাজার,মহিষলুটি বাজার , এলাকায় গণমানুষের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করেন। এসময় অত্র এলাকার বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ সাথে থেকে কর্মসূচি সফল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *