তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন’ উপলক্ষে নাসিক ১৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা, লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ শে অক্টোবর) বিকেলে নগরীর নন্দীপাড়া এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন করা সহ বিভিন্ন আলোচনা শেষে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে দোকান, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও যুবদল নেতা কে. এম. মাজহারুল ইসলাম জোসেফ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *