দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য এড. আবুল কালাম।
মঙ্গলবার (৩০শে সেপ্টেম্বর) রাতে এসময় আমলাপাড়া, উকিলপাড়া, পালপাড়া ও নন্দীপাড়া সহ নগরীর বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন ও নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পূজা মণ্ডপজুড়ে এখন আলো-ঝলমলে সাজসজ্জা, ভক্ত-দর্শনার্থীদের ভিড় এবং ধর্মীয় আবহের পাশাপাশি এই উদ্যোগের উষ্ণতা যোগ করেছে বাড়তি আনন্দ। স্থানীয়রা বলছেন, সাবেক এমপি আবুল কালামের এ পরিদর্শন নিঃসন্দেহে সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল এক দৃষ্টান্ত হয়ে থাকবে।