দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও উপহার প্রদান করা হয়েছে।
সোমবার (২৯শে সেপ্টেম্বর) রাতে জাকির খানের নেতৃত্বে এ নগদ অর্থ অনুদান দেওয়া হয়।
এ সময় শারদীয় দুর্গোৎসবের সফলতা কামনা করে জাকির খান বলেন, আমাদের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পার্থক্য ভুলে এই উৎসবকে মিলনের মঞ্চে রূপান্তরিত করতে হবে। যেকোনো অবস্থাতেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। উৎসবের আনন্দ ও ঐক্যবদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের আজকের এ আয়োজন।
এসময় দেওভোগ নাগবাড়ি মন্দির থেকে শুরু করে দেওভোগ জিউস পুকুর সংলগ্ন মন্দির, দেওভোগ আখড়া, পালপাড়া, আমলাপাড়া, টানবাজার, নিতাইগঞ্জ ও শীতলক্ষ্যা সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে তিনি নগদ অর্থ উপহার প্রদান করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক দিদার খন্দকার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি নাজির আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জাসাস নেতা সনেট ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ সহ অসংখ্য নেতৃবৃন্দ।
পূজা মণ্ডপজুড়ে এখন আলো-ঝলমলে সাজসজ্জা, ভক্ত-দর্শনার্থীদের ভিড় এবং ধর্মীয় আবহের পাশাপাশি এই উদ্যোগের উষ্ণতা যোগ করেছে বাড়তি আনন্দ। স্থানীয়রা বলছেন, জাকির খানের এ প্রচেষ্টা নিঃসন্দেহে সম্প্রীতি ও সহাবস্থানের উজ্জ্বল এক দৃষ্টান্ত হয়ে থাকবে।