দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পুকুরে সাঁতার শিখতে গিয়ে ইন্টার পাশ যুবকের মৃত্যু। এ দৃশ্য দেখে মুহূর্তেই শোকে ভেঙে পড়েন মা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাতুটিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাসরত পাছ জোয়াইর গ্রামের আব্দুলের ছেলে হৃদয় (১৮) উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে সাঁতার কাটতে নেমে আর উঠতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় ছেলেটির মা উপজেলা পুকুরে সাঁতার শেখাতে এসে দক্ষিণের ঘাট থেকে উত্তরের ঘাটে অল্পের জন্য পৌঁছনোর আগেই হৃদয় গভীর পানিতে তলিয়ে যায়। তার মা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিলেন। ছেলেকে পানিতে তলিয়ে যেতে দেখে তিনি চিৎকার শুরু করেন। আশপাশের মানুষ ছুটে এসে প্রাণপণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও জেলে পাড়ায় খবর দেয়। অবশেষে একটি জেলে হৃদয়কে উদ্ধার করতে সক্ষম হয়। দ্রুত কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় হাসপাতাল প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিথর ছেলেকে বুকে জড়িয়ে মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ। উপস্থিত সবার চোখে পানি এসে যায়। হৃদয়ের গ্রামের বাড়ি পাছ জোয়াইর হলেও পরিবারটি দীর্ঘদিন ধরে সাতুটিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। হঠাৎ এ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।