একটি কুচক্রী মহল নির্বাচনকে নস্যাৎ করতে চাইছে: আবু জাফর আহমেদ বাবুল

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: মিশনপাড়া এলাকাবাসীর উদ্যােগে এক উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে নগরীর মিশনপাড়া এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের জনপ্রিয় সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।

এসময় উঠান বৈঠকে আবু জাফর আহমেদ বাবুল বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি মানুষ ধানের শীষকে ভালবাসে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালবাসে। একটি কুচক্রী মহল নির্বাচনকে নস্যাৎ করতে চাইছে। আমাদের সবদিকে সজাগ থাকতে হবে এবং তাদের প্রতিহত করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, আমি চেষ্টা করবো মনোনয়নপত্র মিশনপাড়াবাসীকে উপহার দিতে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। মনোনয়ন পাওয়ার জন্য যা যা করনীয় আমি তা করবো। মনোনয়নের ব্যাপারে আপনাদের বলতে পারি প্রচেষ্টা চালালে আমি এই মনোনয়ন আপনাদের উপহার দিতে পারবো এবং আপনাদের সমর্থন থাকলে অবশ্যই কামিয়াব হবো।

এসময় সাধারণ জনগণ জনপ্রিয় নেতা আবু জাফর আহমেদ বাবুল’কে প্রার্থী হিসেবে ঘোষণা করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *