দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যােগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭শে সেপ্টেম্বর) বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সামনে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। দূর্গা পূজা উপলক্ষে সমগ্র বাংলাদেশে আমাদের দলের চেয়ারম্যান এর পক্ষ থেকে আর্থিক উপহার বিতরণ করা হচ্ছে। বিএনপি সবসময় সামাজিক কর্মসূচি পালন করে থাকে যেমন যেখানে রাস্তা নেই আমরা সেখানে রাস্তা করে দিচ্ছি, যেখানে পূজায় যাওয়ার জন্য লাইট নাই, সেখানে আমরা লাইট লাগিয়ে দিচ্ছি। বিভিন্ন পূজা মন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিচ্ছি। বাংলাদেশে আর কোন রাজনৈতিক দল আছে কি যারা এই ধরনের সামাজিক কর্মসূচি পালন করছে? আমার জানামতে পৃথিবীতে আর কোনো দল খুঁজে পাওয়া যাবেনা যারা বিএনপির মতো এভাবে সামাজিক কার্যক্রম করে থাকে।
মামুন মাহমুদ আরও বলেন, গত ১৭ বছর আমরা যে নিপিড়ন নির্যাতন সহ্য করেছি, তারপরও আমরা সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের মাঝে ফিরে এসেছি। আমরা সবসময় সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভোটের অধিকারের জন্যই তো আমরা লড়াই সংগ্রাম করেছি, মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমাদের হাজার হাজার ছাত্র-যুবক প্রাণ দিয়েছে এবং এখনো দিয়ে যাচ্ছে। আমরা এখনো জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য রাজপথে মিটিং মিছিল করছি। বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের একমাত্র শক্তি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ২৪এর চেতনায় বিশ্বাসী একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
নারায়ণগঞ্জ ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারের সার্বিক সহোযোগিতায় দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু সহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।