সহদেবপুরে মরহুম আবু তালেবের বাড়িতে বিশাল ওয়াজ মাহফিল

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুরে মরহুম আবু তালেবের বাড়িতে শুক্রবার (২৬ অক্টোবর) এক মহাসম্মেলনের পরিবেশে অনুষ্ঠিত হলো বিশাল ওয়াজ মাহফিল।

সহদেবপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবু হুরায়রার সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইলের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা নূরুল ইসলাম ভবানীপুরী। বিশেষ বক্তা হিসেবে বয়ান করেন সহদেবপুর উত্তরপাড়া জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজী।

বক্তাগণ তাদের বক্তব্যে আল-কুরআন ও হাদীসের আলোকে তাওহীদের দাওয়াত, রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ, নামাজ-রোজার গুরুত্ব এবং সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর বিস্তারিত আলোচনা করেন।

মাহফিলে হাদীসের উদ্ধৃতি দিয়ে বক্তারা বলেন, “যে ব্যক্তি আল্লাহর ঘরসমূহে বসে আল্লাহর কিতাব পাঠ করে এবং তা অধ্যয়ন করে, ফেরেশতারা তাদের পরিবেষ্টন করে রাখে, রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং আল্লাহ তাদেরকে তাঁর নিকটবর্তী ফেরেশতাদের মাঝে উল্লেখ করেন।” (সহীহ মুসলিম)।

এছাড়া কুরআনের বাণী স্মরণ করিয়ে দিয়ে বক্তারা বলেন, “فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ”
অর্থাৎ, “তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়ো না।” (সুরা আল-বাকারা: ১৫২)।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী রাত গভীর পর্যন্ত আধ্যাত্মিক মজলিসে উপস্থিত থেকে আল্লাহর প্রেমে মশগুল ছিলেন। শ্রোতাদের ভিড়ে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে কুরআন-হাদীসের নসীহতে।

দোয়া ও মাহফিলের তাৎপর্য

মাহফিল শেষে মরহুম আবু তালেব ও সকল মুমিন-মুসলিমের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে আকুল মিনতি জানানো হয়।

বক্তারা মাহফিলের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের মাহফিল মুসলমানদের ঈমান শক্তিশালী করে, দ্বীনি জ্ঞান বৃদ্ধি করে এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *