দৈনিক তালাশ ডটকমঃটাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ন্যায়ের জয়, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আরাধনার প্রতীক। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মা দুর্গা ভক্তদের অন্তরে শান্তি, সাহস, নৈতিকতা ও সৌভ্রাতৃত্বের বাণী জাগ্রত করেন। এই পূজা সমাজে শুভ শক্তির প্রাধান্য প্রতিষ্ঠা এবং ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে।
এই ধর্মীয় গুরুত্বকে সামনে রেখে টাঙ্গাইল জেলার কালিহাতীতে শারদীয় দুর্গা পূজা ২০২৫ উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো: ইশতিয়াক হোসেন নাসিফ, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আশরাফুজ্জামান, কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম (ভিপি রফিক), পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, জামায়াত ইসলামসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার নির্বাহী সভাপতি গোবিন্দচন্দ্র সাহা, জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক আমার বার্তার কালিহাতী প্রতিনিধি সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক প্রদীপ ব্যানার্জি নিরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিকসহ উপজেলার ১৬৬টি পূজা মণ্ডপের সভাপতি-সেক্রেটারি, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি’র কর্মকর্তা।
সভায় বক্তারা বলেন, নিরবিচ্ছিন্ন তিন স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সর্ববৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব দুর্গাপূজা পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টায় কালিহাতীতে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়া উপস্থিত সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় অতীতের ন্যায় এ বছরও পূজা সফলভাবে উদযাপিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।