আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট না.গঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে মতবিনিময় সভা

‎দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্রীমতি অর্পণা রায় দাস।

‎প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের সবার দায়িত্ব। সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংখ্যালঘু শব্দটা কখনোই পছন্দ করতেন না এবং তার পরিবারের কোন মানুষই এটা পছন্দ করেন না। তাদের কথা একটাই, ‘ধর্ম যার যার দেশ সবার’।

‎তিনি আরও বলেন, আমাকে কেউ শিল্পপতি বললে আমি লজ্জিত হই। কোন সরকারই ব্যবসায়ীদের মূল্যায়ন করেনি। আর সিআইপি হিসেবে যেটা পাওয়ার কথা আমরা তা পাইনা। সিআইপিদের মূল্যায়ন এদেশে নেই। তবে আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে ক্রিড়া সংগঠক হিসেবে গড়ে তুলতে। অনেকে বলেছেন আর্থিক সংকটের কথা। যদি কোন মন্ডপে আর্থিক সংকট থাকে আমরা সেটা সহযোগিতার মাধ্যমে পূরণ করার চেষ্টা করবো। আমরা আসন্ন দূর্গা পূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে চাই। আমরা সবসময় আপনাদের ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

‎বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহবায়ক অভয় কুমার রায়’র সভাপতিত্বে ও সদস্য সচিব কার্ত্তিক ঘোষ’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম মহাসচিব সুভাষ চন্দ্র দাস, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ইন্জিনিয়ার সীমান্ত দাস, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পাল ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সম্পাদক পপি রানী সরকার সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *