বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও কার্ড বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃটাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজঃবাংলাদেশ মানবাধিকার কমিশন, কালিহাতী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

(১৪ সেপ্টেম্বর) রবিবার সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের ৩য় তলায় কনফারেন্স কক্ষে কালিহাতী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক শাহ আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আনন্দ মোহন দত্তের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী থানার ওসি (তদন্ত) মোঃ শরিফুল ইসলাম শরিফ, ফেরদৌস আলম ফিরোজ কলেজের অধ্যক্ষ শাজাহান কবির, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস ও মীর আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল রানা এবং ডা. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র শাখার সহ-সভাপতি গোবিন্দ চন্দ সাহা, মিজানুর রহমান, শফিউর রহমান খান শাফি, সহদেবপুরের সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা, আব্দুল বারেক, সল্লার সাবেক ইউপি চেয়ারম্যান শামীম প্রামাণিক, জাকির হোসেন জিন্নাহ, আব্দুল কাদের, শফিকুল ইসলাম, রাশিদা মিজান প্রমুখ।

প্রধান অতিথি মোঃ খায়রুল ইসলাম বলেন, “মানবাধিকার মানে শুধু কাগজে লেখা কোনো সংজ্ঞা নয়। এটা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় প্রতিফলিত হতে হবে। মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি আর ন্যায়বিচারের চর্চার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে উঠতে পারে।”

বিশেষ অতিথি ওসি তদন্ত মোঃ শরিফুল ইসলাম শরিফ বলেন, “শান্তি-শৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের দায়িত্ব নয়, সচেতন সমাজও অপরাধ প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে। প্রজন্মকে এগিয়ে আসতে হবে। মানবাধিকার কমিশন যদি তৃণমূলে সক্রিয়ভাবে কাজ করে, তবে সমাজ হবেমানবাধিকার চর্চা সেই দায়িত্ব পালনে আমাদের সহায়ক শক্তি।”

অধ্যক্ষ শাজাহান কবির তার বক্তব্যে বলেন, “ন্যায় ও সমতা প্রতিষ্ঠায় তরুণ অন্যায়ের শৃঙ্খলমুক্ত।”

সভাপতি সাংবাদিক শাহ আলম বলেন, “আমাদের এই নবগঠিত কমিটির লক্ষ্য হবে সকল মানুষের অধিকার সুরক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবিক সমাজ গড়ে তোলা। আমরা মানবতার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নতুন কমিটির সদস্যদের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) তুলে দেন। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *