সিদ্ধিরগঞ্জের কুখ্যাত মাদকসম্রাট ওয়াসিমের অন্যতম সহযোগী পাবেল আটক

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার সিরাজ মেম্বারের পুত্র চিহ্নিত মাদকসম্রাট ও ভূমিদস্য এবং একাধিক মামলার আসামি -ওয়াসিম ধরাছোঁয়ার বাইরে, সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে সাত বোতল ফেন্সিডিল সহ কুখ্যাত মাদক সম্রাট ওয়াসিম এর অন্যতম সহযোগী, মোঃ পাবেল (২৯) কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় গোপন
গ্রেপ্তারকৃত পাবেল মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার মৃত আব্দুল কাদেরের ছেলে।
পুলিশ জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে কৌশলে ফেন্সিডিল এনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পাইকারী সরবরাহ করত।
এ সময় তার মাধ্যমে একটি সক্রিয় মাদক চক্র পরিচালিত হতো।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত পাবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরদিন মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
এলাকার সচেতন মহলের একটাই দাবি করেন শেল্টারদাতাদের খোঁজে বের করে এনে রিমান্ডে আনার দাবি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, পাবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালালেও প্রভাবশালী কিছু মহলের আশ্রয়-প্রশ্রয়ে বারবার আইনের হাত থেকে রক্ষা পেয়ে এসেছে।
তারা দাবি জানিয়েছেন, তাকে রিমান্ডে এনে কারা তার শেল্টারদাতা ও পৃষ্ঠপোষক, এবং কোথা থেকে এসব মাদক আসে—তা বের করা জরুরি।
একই সঙ্গে মাদক ব্যবসায় জড়িত পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।
জেলা পুলিশ, নারায়ণগঞ্জ District Police, Narayanganj RAB 11, Narayanganj মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ Siddhirganj police station Narayanganj জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ প্রশাসনের প্রতি আহ্বান
এলাকাবাসী মনে করছে, মাদকের বিরুদ্ধে টেকসই ব্যবস্থা নিতে হলে শুধু ব্যবসায়ী নয়, এর পেছনে থাকা শেল্টারদাতা ও অর্থের জোগানদাতাদেরও চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।
না হলে এমন অভিযান সাময়িক ফলাফল দিলেও মূল সমস্যার সমাধান হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *