হুমকির মুখে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ-২ সিচুয়েশন অবগতির জন্য জেলা প্রশাসক কে অনুলিপি

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, শাহ আলম: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও ৪ দফা দাবিতে চলছে পল্লী বিদ্যুৎ-২,এর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি কর্মসূচি। উল্লেখ্য, গত ৩১ আগষ্ট ২০২৫ হতে ৪ সেপ্টেম্বর/২৫ তারিখ পর্যন্ত কর্মবিরতি সহ আল্টিমেটাম ছিল, পরবর্তীতে কোন সিদ্ধান্ত না আসার কারণে গত ৭, সেপ্টেম্বর/২০২৫. বিকেল থেকে সকল কর্মকর্তা- কর্মচারী গণ ছুটিতে যায় । সিরাজগঞ্জ পবিস-২ এর সিচুয়েশন রিপোর্ট – মোঃ ফরিদ আল-দিন, ডিজিএম(সদর-কারিগরি) এবং মোঃ আব্দুল হাফিজ এজিএম(মানবসম্পদ) স্বাক্ষরিত অনলিপি জেলা প্রশাসক সিরাজগঞ্জ, পুলিশ সুপার সিরাজগঞ্জ, কমান্ডার সেনাক্যাম্প সিরাজগঞ্জ, নির্বাহী পরিচালক/প্রধান প্রকৌশলী (প ও প)/প্রকল্প/বাপবিবো, ঢাকা সহ সকল বিভাগে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনলিপি প্রদান করেছেন। যাহাতে লেখা আছে: উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য ১০-০৯-২০২৫, তারিখ সমিতির সদর দপ্তর সহ জোনাল অফিস, সাব-জোনাল অফিস, এরিয়া অফিস, এবং অভিযোগ কেন্দ্রে কর্মরত ৪৫২ জন কর্মকর্তা/ কর্মচারীর মধ্য হতে ইতপূর্বে ৪০৩ জন গণছুটির আবেদন করে গণছুটিতে রয়েছেন ।অফিস প্রধান কর্তৃক কর্মকর্তা/কর্মচারীদের জরুরী বিদ্যুৎ সরবরাহ অক্ষুন্ন রাখার স্বার্থে এই ধরনের কর্মসূচি হতে বিরত থাকতে বারবার অনুরোধ করা হয়। তথাপিও তারা গণছুটির বিষয়ে অনড় থাকেন। এখন পর্যন্ত লাইন সমূহ চালু রাখা সম্ভবপর হলেও- যেকোনো সময় লাইন বন্ধ হলে- চালু করা কষ্টকর হবে । অএ পবিসের ১২ টি সাব-স্টেশন আছে, যার কোনোটিতেও ডিউটিরত কোন লাইন ক্রু/ জনবল না থাকায় সাব- স্টেশন সমূহ অরক্ষিত অবস্থায় আছে । বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ ভয়াবহ ভাবে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে । এমতাবস্থায়, বর্তমান পরিস্থিতি আপনাকে অবহিত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *