দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ ও কার্যকর বাস্তবায়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, যিনি গ্রাম আদালতের কার্যক্রমকে দ্রুত, সাশ্রয়ী ও ন্যায়সঙ্গত বিচারপ্রাপ্তির অন্যতম হাতিয়ার হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীকে আইনি সেবার আওতায় আনতে এই ব্যবস্থা সক্রিয়করণ সময়োপযোগী ও অপরিহার্য।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার), ইউএনডিপি-এর প্রতিনিধি, উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানগণ, বাস্তবায়নকারী এনজিওর জেলা ম্যানেজার এবং উপজেলা ফ্যাসিলিটেটরবৃন্দ।
সভায় বক্তারা গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি গ্রামীণ স্তরে অল্প খরচে, স্বল্প সময়ে ও হয়রানিমুক্ত বিচারপ্রদান নিশ্চিত করবে। একই সঙ্গে গ্রামীণ সমাজে সামাজিক ন্যায়বিচার, শান্তি-শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখবে।