দৈনিক তালাশ ডটকমঃ ইজিবাইক শ্রমিকদের উপর নানাবিধ অত্যাচার ও নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১১ সেপ্টেম্বর ) সকালে নতুন কোর্ট সংলগ্ন রাস্তায় বাংলাদেশ ইজি বাইক শ্রমিক সমিতি ও বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের আয়োজনে যানযট নিরসনে ফুটপাত ও রাস্তা থেকে দোকান দখল উচ্ছেদ এবং ইজিবাইক শ্রমিকদের উপর নানাবিধ অত্যাচার ও নির্যাতন বন্ধের দাবীতে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ আমরা নারায়ণগঞ্জ জেলায় যাত্রী সেবা প্রদান করে আসিতেছি। বর্তমানে নারায়ণগঞ্জ শহরে তীব্র যানযট সৃষ্টি হওয়ার কারনে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই যানযট সৃষ্টির প্রধান কারন হলো ফুটপাত ও রাস্তাঘাটে হাজার হাজার দোকান ও অবৈধ গািিড়র পার্কিং। কিন্তু এক শ্রেণীর লোক যানযট সৃষ্টির জন্য আমাদের ইজিবাই শ্রমিকদের দায়ী করে অত্যাচার ও নির্যাতন করছে।
তারা আরো বলেন, প্রশাসনের প্রতি আমাদের আকুল আবেদন রাস্তা ও ফুটপাত থেকে দোকান ও দখল উচ্ছেদসহ যত্রতত্র অবৈধ পার্কিং বন্ধ করে এবং ইজিবাই শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন বন্ধে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন জানাই।
মানববন্ধন শেষে তারা একটি র্যালিসহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্বারকলিপি প্রদান করেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন লিখিত স্বারক লিপিটি গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইজি বাইক শ্রমিক সমিতি ও বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের অসংখ্য শ্রমিকবৃন্দ।