সিরাজগঞ্জে চৌহালী উপজেলা কে ৫-০ গোলে হারিয়ে তাড়াশ উপজেলা চ্যাম্পিয়ন

দৈনিক তালাশ ডটকমঃসিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: শুক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫, বিকেলে সিরাজগঞ্জ শহীদ এ, কে,শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এবং জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পদ্ধতির তৃতীয় দিনের খেলায় গত আসরের রানারস্আপ শক্তিশালী ও ভয়ংকর তাড়াশ উপজেলা একাদশ ৫-০ গোলের বিশাল ব্যবধানে চৌহালী উপজেলা একাদশকে শোচনীয় ভাবে পরাজিত করে, সিরাজগঞ্জ জেলায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।

তাড়াশ উপজেলা একাদশের পক্ষে টুটুল ২টি, রাব্বি, শাহজালাল ও অলিউর ১ টি করে গোল করেন।
ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন তাড়াশ উপজেলার ফরোয়ার্ড তারিকুল ইসলাম টুটুল ( ২ গোল)। ম্যান অব দি ম্যাচের ক্রেস্ট প্রদান করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ নুরে এলাহি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক তিনবারের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী,সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল,সাবেক ভিপি আলম,আ: বারিক, রহিম অধ্যাপক আব্দুর রহিম, দুলাল প্রমূখ । এছাড়াও সিরাজগঞ্জ ১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন,ক্রীড়া সংগঠক মোঃ ফরিদুজ্জামান ( সাংবাদিক),জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন সেখ সহ আরো অনেকে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ হাফিজুল ইসলাম, সহকারী রেফারি ছিলেন ফিরোজ ইসলাম ও আবু হানিফ এবং চতুর্থ রেফারি ছিলেন শাহীন ইসলাম।
ধারা বর্ণনায় ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ ও মোঃ খোরশেদ রায়হান।
শুক্রবার ছুটির দিনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামন্টের তৃতীয় দিনের খেলায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারী এবং ভিআইপি গ্যালারী ছিলো ফুটবল প্রেমী দর্শক অনুরাগীদের উপচে পড়া। উল্লেখ্য এ পর্যন্ত গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছে সিরাজগঞ্জের চলনবিল উদ্দেশ্য তাড়াশ উপজেলা সর্বোচ্চ গোল ০৫, টি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *