কালিহাতীতে কম্পিউটার প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

দৈনিক তালাশ ডটকমঃটাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: দক্ষ ও বেকারমুক্ত কালিহাতী গড়তে” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মিডিয়া এন্ড আইটি সেন্টারের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মিডিয়া এন্ড আইটি সেন্টারের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতীর সাবেক নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মিডিয়া এন্ড আইটি সেন্টারের প্রতিষ্ঠাতা, বর্তমানে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হুসেইন।

বিশেষ অতিথি। ছিলেন কালিহাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মিডিয়া এন্ড আইটি সেন্টারের সভাপতি মোঃ খায়রুল ইসলাম এবং সঞ্চালনা করেন মিজানুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে ডিজিটাল দক্ষতা অর্জন অপরিহার্য। বিনামূল্যে এ প্রশিক্ষণ বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। শুধু চাকরির পেছনে না ছুটে, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার করে অনলাইন আয়ের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাইক্রোসফট অফিস, গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেট ব্যবহারের কৌশল, অনলাইন জব খোঁজা এবং ফ্রিল্যান্সিংয়ের বুনিয়াদি বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেন। এতে বেকার তরুণ-তরুণীরা ভবিষ্যতে নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টিতে অনুপ্রাণিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *