দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: বৃহস্পতিবার ( ০৪ সেপ্টেম্বর ২০২৫) বিকালে সিরাজগঞ্জ শহীদ এ, কে ,শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় দুর্ধর্ষ বেলকুচি উপজেলাকে ২-০ গোলে শোচনীয় ভাবে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ভয়ংকর রায়গঞ্জ উপজেলা ফুটবল টিম । উৎসব মুখর পরিবেশে হাজার হাজার দর্শকের করতালিতে স্টেডিয়াম মাঠ মুখরিত হয়ে ওঠে ।এ,সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ,ম রকিবুল ইসলাম রতন, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির অন্যতম সদস্য মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির টেকনিক্যাল কমিটির সদস্য মাহমুদুল আলম খোকন, এ কে এম ফরিদুজ্জামান স্ট্যালিন, ইসলামি ছাত্র শিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মোঃ শামীম রেজা, প্রমুখ, এছাড়াও খেলায় দুটি উপজেলা থেকে আগত ক্রীড়া প্রেমীগণ, দর্শক জনতা এবং প্রিন্ট মিড়িয়ার সাংবাদিকগণ , আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গন উপস্থিত ছিলেন।
খেলায় ম্যান অবদা ম্যাচ রায়গঞ্জ এঁর ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় পায়েল।
অনুষ্ঠানে ফুটবল টুর্নামেন্টে ধারাবিবরণীতে ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও খোরশেদ রায়হান।