সরকারি ও বেসরকারি পরিবহন সংস্থার গাড়ি চালক ও হেলপারদের পরিচয়পত্র প্রদান

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: তথ্যকোষে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জের পরিবহন ব্যবস্থা। তথ্যকোষে থাকবে জেলায় কর্মরত সরকারি ও বিভিন্ন বেসরকারি পরিবহন সংস্থার গাড়ি চালক ও হেলপারদের নানা তথ্য। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটেও সেটি যুক্ত করা হচ্ছে।

জেলাটিকে বাসযোগ্য ও যানজটমুক্ত সবুজ নগরী গড়ে তুলতে জেলা প্রশাসনের গৃহিত ‘গ্রিন এন্ড ক্লিন’ কর্মসূচির আওতায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে। ‘প্রশিক্ষণ দিয়েছে আত্মবিশ্বাস, পোশাক দিয়েছে মর্যাদা সড়ক হবে নিরাপদ, যাত্রী পাবে সুরক্ষা’-এমন স্লোগানের আলোচিত এ প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘গ্রীণ আমব্রেলা’।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৪৬ জন বেসরকারি ও ২৮ জন সরকারি গাড়ি চালক এবং ২১ জন হেলপারকে বিশেষ পোশাক ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়।  একই কর্মসূচিতে এর আগে ৫৪ জন চালককে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার সব গাড়ি চালক ও হেলপারদের প্রশিক্ষণের আওতায় এনে পরিচয়পত্র দেওয়া হবে। 

জেলা শিল্পকলা একাডেমিতে বিশেষ ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন। 

তিনি বলেছেন, ‘সরকার অটোরিকশা বদলে নতুন যানবাহন নামানোর চিন্তা করছে। উন্নত রাষ্ট্রের পরিবহন পরিকল্পনাকে অনুসরণ করে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। শৃঙ্খলা ফেরাতে রাস্তায়  ধারণক্ষমতা অনুযায়ী গাড়ি চলতে হবে। কিন্তু দেশে সড়কের আয়তনের তুলনায় অনেক বেশি গাড়ি। এমন পরিস্থিতিতে সম্মিলিতভাবে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।’ 

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিআরটিএর পরিচালক হেমায়েত উদ্দিন, চেম্বার অব কমার্সের সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা মঈনুদ্দিন আহমদ, মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি আহমদ আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক আহমেদুর রহমান তনু, বাস মালিক সমিতির সভাপতি রওশন আলী, গণসংহতি আন্দোলনের সংগঠক তরিকুল সুজন ও গণঅধিকার পরিষদের সভাপতি নাহিদ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *