বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির জাঁকজমকপূর্ণ র‍্যালী

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় জাঁকজমকপূর্ণ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে আলোচনা সভা শেষে শোভাযাত্রা নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া।

সভায় সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন,
“গত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী হামলার শিকার হয়েছিলেন। যুবদল কর্মী শাওনকে হত্যা করা হয়েছিল, আরও অনেকে গুলিবিদ্ধ হয়েছিলেন। অথচ আজ আমরা খোলা আকাশের নিচে আনন্দ মিছিল করেছি। আমাদের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে।”

স্বাগত বক্তব্যে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার বলেন,
“গত ১৬ বছর ধরে বিএনপিকে ধ্বংস করতে গুম, খুন, নির্যাতন ও মিথ্যা মামলা ব্যবহার করা হয়েছে। কিন্তু বিএনপি আজও অটুট। ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। অথচ আওয়ামী লীগের প্রচারণার মতো বিএনপি কোনো প্রতিশোধ নেয়নি। ১৩ মাসেও একজন আওয়ামী কর্মীকেও হত্যা করা হয়নি—এটাই বিএনপির উদারতা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, সহসভাপতি শহীদুল্লাহ, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল প্রধান ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *