দৈনিক তালাশ ডটকমঃ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রফেসর আলীয়ার হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে বসবাস করে। তাই এখানে উন্নত ট্রাফিক ব্যবস্থা সহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এখানকার চিকিৎসা ব্যবস্থার প্রভূত উন্নয়ন প্রয়োজন।
খেলাধুলা করার জন্য মাঠের প্রয়োজন। মাঠ না থাকায় কিশোররা বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত হয়ে পড়ছে। এছাড়াও বন্দরের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য নতুন করে তিনটি সেতু করার কথাও জানান।
সর্বোপরি তিনি নারায়ণগঞ্জকে একটি আধুরিক শহরে রুপান্তরের কথা ব্যক্ত করেন। যদি তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান তাহলে নারায়ণগঞ্জকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করেন। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।