‎নগরীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশার শোডাউন

দৈনিক তালাশ ডটকমঃ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শহরে নজরকড়া বিশাল শোডাউন করে বর্ণাঢ্য র‍্যালি বের করেছে।

‎সোমাবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মণ্ডলপাড়া থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া বিজয়স্তম্বে গিয়ে শেষ হয়।
‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার রীতিমত চমক দেখিয়ে নিজের জনপ্রিয়তাকে জানান দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের তিনবারের সাবেক এমপি আবুল কালাম।

‎সোমবার সকালে শহরের মন্ডলপাড়া হতে বের হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় হাজার হাজার জনতা হেঁটেছেন কালামের সঙ্গে। বিভিন্ন বয়সী মানুষের মিলনমেলায় ক্রমশ দীর্ঘ হয় শোভাযাত্রা। আবুল কালামকে দেখতে এদিন হাজির হন অনেকেই। এ সময় শহরের বিভিন্ন এলাকা তো বটেই শীতলক্ষ্যার পূর্ব পাড় বন্দর হতেও জনতার ঢল নামে। আবুল কালাম অনেকের সঙ্গে করমর্দন, আর হাত নেড়ে জনতার ভালোবাসার জবাব দেন।

‎উক্ত মিছিলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা,তার ছোট বোন এড, সামছুন নুর বাধন সহ বিভিন্ন সারির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *