দৈনিক তালাশ ডটকমঃবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শহরে নজরকড়া বিশাল শোডাউন করে বর্ণাঢ্য র্যালি বের করেছে।
সোমাবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মণ্ডলপাড়া থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া বিজয়স্তম্বে গিয়ে শেষ হয়।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার রীতিমত চমক দেখিয়ে নিজের জনপ্রিয়তাকে জানান দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের তিনবারের সাবেক এমপি আবুল কালাম।
সোমবার সকালে শহরের মন্ডলপাড়া হতে বের হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় হাজার হাজার জনতা হেঁটেছেন কালামের সঙ্গে। বিভিন্ন বয়সী মানুষের মিলনমেলায় ক্রমশ দীর্ঘ হয় শোভাযাত্রা। আবুল কালামকে দেখতে এদিন হাজির হন অনেকেই। এ সময় শহরের বিভিন্ন এলাকা তো বটেই শীতলক্ষ্যার পূর্ব পাড় বন্দর হতেও জনতার ঢল নামে। আবুল কালাম অনেকের সঙ্গে করমর্দন, আর হাত নেড়ে জনতার ভালোবাসার জবাব দেন।
উক্ত মিছিলে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা,তার ছোট বোন এড, সামছুন নুর বাধন সহ বিভিন্ন সারির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।