দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যাগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা।
সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে নগরীর মন্ডলপাড়া এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন’র নির্দেশে আড়াইহাজার উপজেলায় মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শাহজাহান এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিনের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে এ র্যালীতে যোগদান করা হয়।
এসময় আড়াইহাজার উপজেলায় মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শাহজাহান বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল। শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে কারাবন্দি করে বিএনপিকে আবারও ধ্বংসের ষড়যন্ত্র করেছিল। শেখ হাসিনা আমাদের দেশনায়ক তারেক রহমানকে মিথ্যা মামলায় দণ্ড দিয়ে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু শেখ হাসিনার কোনো ষড়যন্ত্রই বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বিএনপি আরও সুসংগঠিত হয়েছে।
শাহজাহান আরও বলেন- দীর্ঘ ১৭ বছর পর আমরা মুক্ত পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছি। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ বিএনপিকে নিয়ে নতুন করে আবারও চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে, চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।
এসময় র্যালীতে যোগদানকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউসার, সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, সহ-প্রচার সম্পাদক শাহ আলম, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের ১নং সদস্য মোঃ শামীম ও এমদাদুল হক সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।