বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাকির খানের র‍্যালীতে মহানগর কৃষক দলের যোগদান

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যাগে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালীতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, মহানগর কৃষক দলের নেতৃবৃন্দরা।

সোমবার (১লা সেপ্টেম্বর) বিকেলে নগরীর মন্ডলপাড়া এলাকায় মহানগর কৃষক দলের সহ-সভাপতি শেখ সালেহ আহমেদ রনি’র নেতৃত্বে এ বর্ণাঢ্য আনন্দ র‍্যালীতে যোগদান করা হয়।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে হাজারো নেতকর্মী দৃষ্টিনন্দন প্লাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যাগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর এ র‌্যালিতে যোগদান করেন।

পরে র‍্যালীটি মন্ডলপাড়া এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে শেষ হয়।

এসময় র‍্যালীতে যোগদানকালে আরও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান মশু, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি এজাজ চৌধুরী, সাবেক জেলা ছাত্রদল নেতা জুয়েল আহমেদ, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল, সদর থানা কৃষক দল নেতা মাসুম খান, গার্মেন্টস শ্রমিক দল ফতুল্লা থানা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন, বন্দর থানা কৃষক দল নেতা মোশারফ হোসেন মোল্লা, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রাসেল চৌধুরী ও বন্দর থানা ছাত্রদল নেতা মোঃ সাব্বির সরদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *