কালিহাতীতে দৈনিক মজলুমের কণ্ঠ এর ৩১ বছর পূর্তি উদযাপন

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে দৈনিক পত্রিকা মজলুমের কণ্ঠ-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ৩১তম বৎসরে পদার্পন পালন করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১ টায় উপজেলা হলরুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের।প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ খায়রুল ইসলাম।

এ পত্রিকা ৩০ বছর অতিক্রম করে ৩১ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মজলুমের কণ্ঠ দীর্ঘ তিন দশক ধরে সমাজের নানা অনিয়ম, অবহেলা ও বঞ্চিত মানুষের কথা তুলে ধরে আসছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি সত্য, ন্যায় ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলার সভাপতি ও সাংবাদিক শাহ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী।
আরো উপস্থিত ছিলেন
দৈনিক মজলুমের কণ্ঠ-এর কালিহাতী উপজেলা প্রতিনিধি সোহেল রানার সঞ্চালনা ও সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাংবাদিক তারেক আহমেদ, মীর আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, আবুল কালাম আজাদ, রাইসুল ইসলাম লিটন, আব্দুস সাত্তার, এম এম হেলাল বাদশা, নুরনবী রবিন, শুভ্র মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *