দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মরণব্যাধি ক্যান্সারের করাল গ্রাসে জর্জরিত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন এক নিঃস্ব, পরিশ্রমী ও সৎ নৈশ প্রহরী মোঃ আব্দুল বারেক। দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় নিবেদিতপ্রাণ এ কর্মচারী আজ চিকিৎসার ব্যয়বহুল ভার সামলাতে হিমশিম খাচ্ছেন। তার সহায়তার জন্য মানবিক সমাজের সহৃদয় মানুষের কাছে জরুরি সহযোগিতার আবেদন জানানো হয়েছে। যা লিখিত আকারে উপজেলা শিক্ষা অফিসারের নিকট অবগতি / আবেদন করেছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: রায়েজ উদ্দিন।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে কালিহাতী উপজেলার শহীদ জামাল উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে প্রধান শিক্ষক মো: রাইজ উদ্দিন জানান—
“আমাদের প্রতিষ্ঠানের অক্লান্ত পরিশ্রমী নৈশ প্রহরী মোঃ আব্দুল বারেক দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়।”
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়,
মোঃ আব্দুল বারেক (পিতা মৃত রিয়াজ উদ্দিন, মাতা মৃত সালেহা বেগম), গ্রাম দিমুখা, ডাকঘর টেরকী, উপজেলা কালিহাতী, জেলা টাঙ্গাইলের স্থায়ী বাসিন্দা। কিছুদিন আগে তার ঘাড়ের নিচে একটি টিউমার দেখা দেয়। অপারেশনের পর আবার জটিলতা সৃষ্টি হলে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এ রোগ ইতিমধ্যেই তার শরীরে ছড়িয়ে পড়েছে, ফলে চিকিৎসা ব্যয় এখন আকাশছোঁয়া।
সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা জানান, বারেক একজন সৎ, নম্র, পরিশ্রমী ও কর্মনিষ্ঠ ব্যক্তি। দায়িত্ব পালনে তিনি আন্তরিক ও সতর্ক। আজ তার জীবন বাঁচাতে প্রয়োজন সহৃদয় সমাজের আন্তরিক সহযোগিতা।
অতএব, মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায় আব্দুল বারেকের চিকিৎসার জন্য সকল বিত্তবান, সমাজসেবী ও দানশীল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। তার বিকাশ নং 01602356755, নগদ 01340460978, অগ্রণী ব্যাংক, টাঙ্গাইল শাখা, হিসাবের শিরোনাম মো: আব্দুল বারেক 0200001007158,
রূপালী ব্যাংক, এলেঙ্গা শাখা
4747060019473