দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী ও ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র বাগুটিয়া বাজারের প্রবেশ পথ দীর্ঘদিন ধরে হাঁটু জলে নিমজ্জিত হয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
সোমবার (২৫ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা যায়, প্রায় ৬০০ থেকে ৭০০ মিটার দীর্ঘ সরু প্রবেশ পথটি, যা কালিহাতী-টাঙ্গাইল মহাসড়ক থেকে বাজারে প্রবেশ করেছে, তা গত এক মাস ধরে বৃষ্টির পানিতে ডুবে আছে। নিচু রাস্তায় হাঁটু সমান এমনকি অনেক সময় তারও বেশি পানিতে তলিয়ে যাওয়ায় মালামাল পরিবহন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা-নেওয়া এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, বাগুটিয়া বাজার কেবল একটি সাধারণ বাজার নয়; প্রতিদিন সকাল-বিকাল নিয়মিত লেনদেনের পাশাপাশি সপ্তাহে শুক্র ও মঙ্গলবার বসে বিশাল হাট। আশেপাশের বহু গ্রামের মানুষ জীবিকার তাগিদে এই বাজারের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও পথচারীরা পড়েছেন অসহনীয় দুর্ভোগে।
স্থানীয়রা জানান, এক মাসেরও বেশি সময় ধরে বর্ষাকালের টানা বৃষ্টিপাতে পানি জমে থাকলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। রোদ উঠলে কিছুটা পানি কমলেও রাস্তা শুকায় না, ফলে দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না।
এ বিষয়ে এলাকাবাসী এবং বাজার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, বাজারের প্রবেশ পথ দ্রুত উঁচু করে সংস্কার না করা হলে পরিস্থিতি আরও করুণ আকার ধারণ করবে। তারা বলেন, “এই রাস্তাটি সংস্কার করা এখন আর বিলম্বের অবকাশ নেই।”
অতীব জরুরি ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।