দৈনিক তালাশ ডটকমঃটাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলাধীন বাংড়া’তে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ইনতিজার পত্রিকার আঞ্চলিক কার্যালয় ও
দৈনিক ইনতিজার পত্রিকার অভিষেক । বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাংড়া ইউনিয়নের শোলাকুড়ায় রিয়াজুল জান্নাহ ইসলামিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইনতিজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনতিজারের সহ-সম্পাদক, জাতীয় দৈনিক আমার বার্তার প্রতিনিধি ও ইউটিউব চ্যানেল “শুভেচ্ছা” টিভির স্বত্বাধিকারী সৈয়দ মহসীন হাবীব সবুজ এমএসএস বিএড। অনুষ্ঠানটির আয়োজনে ইনতিজারের নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী সোহান।
প্রধান অতিথি এলজিইডি’র কালিহাতী উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পীরে কামেল, খতিবুস সুন্নাহ আল্লামা মুফতি আব্দুর রহমান মাদানী।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাঃ কামাল আহম্মেদ, সহ-সম্পাদক দৈনিক ইনতিজার। বিশেষ অতিথি ছিলেন সহদেবপুর দারুস সুন্নাহ দাখিল মাদরাসার সাবেক সুপার পীরে কামেল মাওলানা শরিফ উদ্দিন ও বাংলাদেশ মানবাধিকার কমিশন, কালিহাতী উপজেলা শাখার সভাপতি শাহ আলম। সাংবাদিক শুভ্র মজুমদার ও ফটো সাংবাদিক বাবলু মিয়া নিউজ কাভারে ব্যস্তসময় পার করতে দেখা যায়। বক্তব্য রাখেন অতিথিগণসহ অত্র মাদরাসার মুহতামীম হাফেজ নূর আহম্মেদ জুয়েল ও স্থানীয়দের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলার বাগুটিয়া এলাকার আয়ান এডুকেশন একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু বকর সিদ্দিকী প্রমুখ।
সকালের বক্তব্যেই স্পষ্ট প্রতিয়মান হয় যে, এলাকাবাসীর দ্বারপ্রান্তে বাংড়া’তে আঞ্চলিক অফিস হওয়াতে এলাকার সকল বিজ্ঞাপন, ঘটনা প্রবাহ দ্রুত সংবাদের পরিণত হবে।
আলোচক ও অতিথিদের বক্তব্যে দৈনিক ইনতিজারকে একটি নিরপেক্ষ, ন্যায়নিষ্ঠ ও পাঠকবান্ধব পত্রিকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।