দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জননেতা জাকির খানের নির্দেশে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এনায়েতনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মাসদাইর এলাকায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও জাতীয়তাবাদী প্রজন্মদল নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ সুমন মাহমুদ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ সুমন মাহমুদ বলেন, “আজ এমন এক নেত্রীর জন্মদিন, যিনি দেশের জনগণের কথা ভাবেন, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন। আমরা চাই তিনি সুস্থ হয়ে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি।”
তিনি আরও বলেন,“আমার রাজনীতির গুরু জননেতা জাকির খানের জন্য দোয়া করবেন। যদি দল চায়, তিনি ভবিষ্যতে এমপি বা মেয়র নির্বাচনে অংশ নেবেন। শহরের যানজট নিরসনে তিনি মুখ্য ভূমিকা পালন করছেন। তিনি এমন এক নেতা, যার মধ্যে নেই অহংকার বা হিংসা। কৃষক থেকে শুরু করে রিকশাচালক, ভিক্ষুক ও দিনমজুর—সবাই তার সঙ্গে সহজে কথা বলতে পারেন। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।”
অনুষ্ঠানে ৯নং ওয়ার্ড যুবদল নেতা সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, জাতীয়তাবাদী প্রজন্মদল নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহসভাপতি খোকন সানি, এনায়েতনগর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের নেতা ইকবাল হোসেন প্রমুখ।
এছাড়া আয়োজকদের মধ্যে ছিলেন ৯নং ওয়ার্ড যুবদলের সদস্য সাদ্দাম, অনিক, হৃদয়, আজিজ, কাজল শাকিল, পলাশ, নাঈম, ইমন, রায়হান, করিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরআগে, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাকির খানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।