দৈনিক তালাশ ডটকমঃ বিস্তারিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের ভিডিও চিত্রে: এই শহর আমার, এই দেশ আমার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার । আসুন সবাই প্রতিজ্ঞা করি একটি ময়লাও যেন যত্রতত্র না ফেলি, সুন্দর একটি পরিচ্ছন্ন বাংলাদেশের জন্য । পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে , এই স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন শুরু টা এখানেই, শেষ করার দায়িত্ব আপনার । জেনারেশন রেস্টোরেশন পাইলট সিটি প্রকল্প, বাস্তবায়িত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে শুক্রবার ১৫ আগস্ট ২০২৫. সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন তরুণ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের স্বেচ্ছাশ্রমের অংশগ্রহণে দিনব্যাপী ৮ নং ওয়ার্ডের জানপুর ব্রিজ সংলগ্ন ভিক্টোরিয়া স্কুলের পশ্চিমে কমিউনিটি সেন্টার এবং মুক্তমঞ্চ এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে । এই কর্মসূচির নেতৃত্ব দেন পৌরসভার সুযোগ্য পৌর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম মহোদয় । এ সময় উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ সাজেদুল ইসলাম, টাউন প্লানার আনিসুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মেহনাজ শারমিন, জেনারেশন রেস্টোরেশন পাইলট সিটি প্রকল্প, ওয়াকিমুল শাকিল- সিটি কো-অর্ডিনেটর ( IUCN ). বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক প্রভাষক উম্মে ছালমা, এছাড়াও রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, পাবনা এবং সিরাজগঞ্জ জেলার বিডি সমন্বয়ক গণ উপস্থিত থেকে কার্যক্রমের সফলতা বাস্তবায়ন করেন । স্বেচ্ছাসেবী বিডি ক্লিন সংগঠনের মোট ১২০ জন স্কুল কলেজ পড়ুয়া উদীয়মান ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছিলেন । এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ।