কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি আলতাব শাহ ফকির আর নেই

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবকব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের আধ্যাত্মিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম ও সাবেক সভাপতি, বিশিষ্ট সাধু আলতাব শাহ ফকির (৮৬) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আলতাব শাহ ফকির ছিলেন প্রখ্যাত কবিয়াল ও কবি সরকার প্রয়াত আব্দুল শাহ ফকিরের সুযোগ্য পুত্র এবং কালিহাতী উপজেলার বাগুটিয়া ফকির বাড়ির গর্বিত সন্তান। আধ্যাত্মিক জগতে তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও মানবপ্রেম তাঁকে এনে দিয়েছে বিপুল খ্যাতি ও সুনাম।

সত্য, সুন্দর ও শান্তির সাধনায় নিবেদিত এই সাধক আধ্যাত্মিক জ্ঞান, গান-কবিতা এবং মানবকল্যাণে তাঁর অদম্য অবদান রেখে গেছেন। তাঁর জীবন ছিল সরলতা, সদাচার ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন কন্যা, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী রেখে গেছেন। বাদ মাগরিব তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

আলতাব শাহ ফকিরের মৃত্যুতে কেন্দ্রীয় সাধুসংঘ, আধ্যাত্মিক মহল এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *