‎আইনজীবী সমিতি নির্বাচনে রেজা-গালিব প্যানেলের মনোনয়ন পত্র জমা

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ‎আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা এবং অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব প্যানেল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

‎বুধবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জে জেলা আইনজীবি সমিতির নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের নামে নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দেন রেজা – গালিব পরিষদ প্যানেল।

‎আইনজীবী ঐক্য পরিষদের নামে এড. রেজাউল করিম খান রেজা এবং এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব নেতৃত্বে প্যানেলের সিনিয়র সহ সভাপতি পদে এড. সামসুজ্জামান খোকা, সহ সভাপতি পদে এড. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ এড. মো. আব্দুল মোমেন, আপ্যায়ন সম্পাদক পদে এড. শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক পদে এড. আলী আজম, ক্রীড়া সম্পাদক পদে এড. মো. আফজাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি পদে এড. নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে এড. শেখ মোহাম্মদ গোলাম রসূল রসরু, আইন ও মানবাধিকার পদে এড. মো. হাবিবুর রহমান মাসুম, সদস্য পদে এড. আব্দুল রউফ ও এড. আনোয়ারুল আজিম চৌধুরী।

‎উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল নয়টা হতে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *