দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: বুধবার ১৩ আগস্ট ২০২৫. বাংলাদেশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীরা সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার সড়ক পথ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করতে থাকে। ফলে সড়ক ও রেলপথের হাজার হাজার যাত্রী পড়ে চরম ভোগান্তিতে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ১৬ জেলার রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোন ফল পাইনি শিক্ষার্থীরা ফলে এই আন্দোলন ও বিক্ষোভ সমাবেশে নামতে বাধ্য হয়েছে শিক্ষার্থীরা । এক্ষেত্রে শিক্ষার্থীরা আরো বলেছেন, এই দাবি মানা না হলে পুরো দেশ অচল করে দেওয়া হবে এবং আমাদের বিক্ষোভ সমাবেশ চলতেই থাকবে ।