টাঙ্গাইলে দুদকের গণশুনানি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে নাগরিকের বলিষ্ঠ সুযোগ

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলবাসীর জন্য আসছে এক অনন্য সুযোগ—দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত বহুল প্রতীক্ষিত গণশুনানি, যেখানে বিনা মূল্যে অভিযোগ জানিয়ে ন্যায়বিচারের পথ সুগম করা যাবে।

দুদক টাঙ্গাইল কার্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যেই চলছে প্রচার ও ক্যাম্পেইন কার্যক্রম। কয়েক বছর অন্তর অন্তর এ ধরনের সুযোগ আসে, যা সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে নাগরিকের অধিকার রক্ষায় এক শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে।

যদি কোনো সরকারি কর্মকর্তা সেবার নামে হয়রানি করে, ঘুষ দাবি করে, টাকা নিয়েও কাজ না করে, কিংবা প্রকাশ্য বা গোপন দুর্নীতিতে জড়িয়ে পড়ে—তাহলে তা সরাসরি জানানো যাবে দুদককে। এ অভিযোগ গ্রহণের শেষ তারিখ ২৪ আগস্ট ২০২৫ খ্রি:। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে গণশুনানি।

গণশুনানি অনুষ্ঠিত হবে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে, যেখানে অভিযোগকারীরা সরাসরি দুদক কর্মকর্তাদের সামনে তাদের সমস্যা উপস্থাপন করতে পারবেন। এটি শুধু অভিযোগ জানানোর মঞ্চ নয়, বরং সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য নাগরিকের দৃপ্ত কণ্ঠ প্রকাশের এক অমূল্য প্ল্যাটফর্ম।

দুদক সকলকে আহ্বান জানিয়েছে—আপনার অধিকার রক্ষায় সাহসী হন, নির্ভয়ে অভিযোগ জানান, ন্যায়ের পথে এগিয়ে আসুন। দুর্নীতিমুক্ত টাঙ্গাইল গড়ার এই গণশুনানিতে অংশ নিন, কারণ নীরবতা নয়, প্রতিবাদই ন্যায় প্রতিষ্ঠার প্রথম ধাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *