নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউট এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউট এর উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় ডিসি বলেন, আমরা নতুন প্রেক্ষাপটের মধ্য দিয়ে কাজ করছি। আমাদের সন্তান ও ছাত্র জনতারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আমরা আর রক্ত দেখতে চাই না। একটি পদ্ধতি সবাই দাড় করাতে চাই। স্বার্থের চোখটা বন্ধ থাকবে। স্বার্থের চোখ চাই না বিবেকের চোখ খুলতে চাই। বিবেকের চোখ দিয়ে দেখতে চাই। সমাজের অনেক ভালো মানুষ আছে তাদের যেনো আমরা উৎসাহ দেই। আমরা বিদেশী ইউরোপ রাষ্ট্রের মতো হতে চাই।

এসময় তিনি রোভার স্কাউট নিয়ে বলেন, রোভার স্কাউট আপনাদের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এটা আরো ব্যাপকতা বাড়বে বলে আমরা বিশ্বাস করি।

এসময় কর্মশালায় নারায়ণগঞ্জের সকল অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *