দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: সাহসী সাংবাদিক তুহিনের নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলের এলেঙ্গাতে বিক্ষুব্ধ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় কালিহাতী উপজেলার উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে টাঙ্গাইল থেকে আগত দৈনিক কালের বার্তা প্রকাশক ও সম্পাদক, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি তাইজুল ইসলাম টুটুল, দৈনিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজসহ এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মুজাফফর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরুখ খান, অর্থ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক সাইদুর রহমান পলাশ, প্রচার সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা সাংবাদিক তুহিনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং এই জঘন্য ও বর্বর হত্যার তীব্র নিন্দা জানান। তাঁরা দ্রুত সময়ের মধ্যে দুর্ধর্ষ অপরাধীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, গত ৭ আগস্ট গাজীপুরে সন্ত্রাসীদের তাণ্ডবের লাইভ ভিডিও প্রচার করায় সাহসী ও নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে ভিডিওটি মুছে ফেলার জন্য হুমকি দেওয়া হয়। কিন্তু তিনি দৃঢ়চিত্তে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে নৃশংসভাবে হত্যা করে।