দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির পুণর্মিলনী ও মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (৯ই আগষ্ট) রাতে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় ডিসি বলেন, নারায়ণগঞ্জে যতোগুলো সমস্যা রয়েছে, তারমধ্যে অন্যতম সমস্যা যানজট। মাত্র ৭২ স্কয়ার কিলোমিটারের ছোট্ট একটি শহর। এটি ব্যবসার প্রাণকেন্দ্র হিসেবে ব্রিটিশ আমলে থেকেই পরিচিত। আমরা সমৃদ্ধ হয়েছি, কিন্তু নারায়ণগঞ্জের ঐতিহ্য হারিয়ে ফেলছি। ব্যবসার পরিধী বেড়েছে, ইন্ড্রাস্টি হয়েছে কিন্তু শীতলক্ষ্যা হারিয়েছি। অপরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠেছে এই নারায়ণগঞ্জ। আজকে যে সমস্যা তা ১ দিনে হয়নি। যার যার জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন না করার ফলেই এমন পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে। নিজের স্বার্থ না দেখে আমাদের যার যার দায়িত্ব পালন করা উচিত।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, হকার সমস্যা একদিনের নয়। দীর্ঘদিন এভাবেই হকাররা বসেছে। হকারদের কথাও আমাদের ভাবতে হবে, একটা জায়গা তাদের বসিয়ে দিলাম কিন্তু তারা আবারও চলে আসবে। শুধু প্রফিটের কথা ভাবলেই হবেনা। সামাজিক দায়বদ্ধতার কথাও আমাদের ভাবতে হবে। তাহলেই দায়িত্বের প্রতিফলন ঘটবে। ব্যবসা একটি হালাল পন্থা, অবশ্যই আমরা হালালভাবে ব্যবসা করবো।
তিনি আরও বলেন, আমরা যানজটের জন্য কাজ করেছি, কিন্তু যানজট নিরসন হয়নি। প্রাথমিকভাবে আমাদের লোকবলের সংকট রয়েছে, যদি লোকবলের সার্পোট পাই। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো। তবে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে।
নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল ইসলাম মন্টু, আবুল কাইয়ুম তালুকদার মনি, নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সিনিয়র সহ-সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ শাহেদ শাহিন, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াহিয়া আলম উচ্ছাস, আবুল সাদিক আল আমীন মিনার ও খাজা এবায়দুল হক টিপু সহ নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির অসংখ্য নেতৃবৃন্দ।