দৈনিক তালাশ ডটকমঃনারায়ণগঞ্জ বারের যে সকল বিঞ্জ আইনজীবিগণ ইতিপূর্বে পরলোক গমন করিয়াছেন তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগষ্টা) বাদ জোহর নারায়ণগঞ্জ বার ভবনের নীচ তলায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আইনজীবি পরিষদ উক্ত মিলাদ ও দোয়া মাহফিলেন আযোজন করেন।
মিলাদ ও দোয়া মাহফিলে পরলোক গমনকারী সকলের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং সকলেরর মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, এডঃ মোঃ রেজাউল করিম খান রেজা ,এডঃ মোঃ সামছুজ্জামান খোকা ,এডঃ মোঃ কামরুজ্জামান, এডঃ মোঃ শহীদ সারোয়ার , এডঃ মোঃ আনিছুর রহমান মোল্লা ,এডঃ মোঃ কামাল হোসেন মোল্লা , এডঃ মোসাঃ মাসুদা বেগম সম্পা ,এডঃ মোসাঃ আফরোজা বেগম ,এডঃ মোসাঃ হামিদা খাতুন লিজা , এডঃ মোঃ মেহেবুব আরেফিন শিমু , এডঃ মোঃ জিল্লুর রহমান মুকুল , এডঃ মোঃ নুরুল আমিন মাসুম , এডঃ মোঃ মোহসীন শেখ ,এডঃ শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ গালিব ,এডঃ মোঃ মজিবর রহমান ,এডঃ এ. কে. এম ওমর ফারুক নয়ন , এডঃ মোঃ শাহাজাদা দেওয়ান ,এডঃ মোঃ কায়সার আলম চৌধুরী টুটুল ,এডঃ মোঃ আলী আজ্জম ,এডঃ মোঃ মোস্তাফিজুর রহমান খোকন ,এডঃ মোহাম্মদ আলী ,এডঃ মোঃ আফজাল হোসেন ,এডঃ শেখ মোহাম্মদ গোলাম রসূল খসরু ,এডঃ মোঃ রহিম মিয়া ,এডঃ মোহাম্মদ আব্দুল মোমেন ,এডঃ মোঃ মামুন মাহমুদ মিয়া ,এডঃ মোঃ শাহআলম শামীম ,এডঃ মোঃ হাবিবুর রহমান মাসুম ,এডঃ মোঃ হাসান মিয়া ,এডঃ রাজীব মন্ডল ,মমিন ,ফাতেমা আক্তার পপি, হনুফা আক্তার , সাইফুল ইসলাম ,মাহমুদ রানা ফারুক সহ প্রমূখ।